জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের অনার্স প্রথম বর্ষের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের অনার্স প্রথম বর্ষ (বিশেষ) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট এর অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/results থেকে ফল পাওয়া যাচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, ফলে কোনও ধরনের অসঙ্গতি বা ভুলত্রুটি দেখা গেলে তা সংশোধন অথবা ফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।

অনার্স প্রথম বর্ষের (বিশেষ) ফল নিয়ে শিক্ষার্থী কিংবা সংশ্লিষ্ট কারও কোনও আপত্তি বা অভিযোগ থাকলে আগামী ৩০ দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিতভাবে জানাতে হবে। অন্যথায় কোনও আপত্তি বা অভিযোগ গ্রহণ করবে না জাতীয় বিশ্ববিদ্যালয়।