শিক্ষকসহ প্রাথমিকের সব কর্মকর্তা-কর্মচারীর করোনার টিকা নিশ্চিতের নির্দেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর করোনার টিকা নেওয়ার বিষয়টি আগামী ১৬ নভেম্বরের মধ্যে নিশ্চত করতে বলা হয়েছে। এছাড়া যারা টিকা গ্রহণ করছেন না তাদের তালিকা ১৮ নভেম্বরের মধ্যে অধিদফতরে পাঠাতে নির্দেশ দেওয়া হয়।

বুধবার (১০ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

কোভিড-১৯ পরিস্থিতিতে বিদ্যালয়ে নিরাপদে শ্রেণিকার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সকলকে টিকা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছিল। সেখানে গত ১১ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট সকলকে টিকা গ্রহণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। এখন পর্যন্ত প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সকলের কোডিড-১৯ এর টিকা গ্রহণ সম্পন্ন হয়নি।

নির্দেশনায় বলা হয়, এই পরিস্থিতিতে আগামী ১৬ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সকলের টিকা গ্রহণ সম্পন্ন করে ‘করোনা আপডেট’ সফটওয়ারে এন্ট্রি নিশ্চিত করা এবং যারা টিকা গ্রহণ করছেন না তাদের তালিকা (প্রযোজ্য ক্ষেত্রে যথাযথ প্রমাণসহ) বিনা ব্যর্থতায় ১৮ নভেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতরে পাঠাতে আবার অনুরোধ করা হলো।

দেশের প্রাথমিকের সব বিভাগীয় উপপরিচালক এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।