ইউল্যাবের ভার্চুয়াল সমাবর্তনে যোগ দিচ্ছে ৭৫৪ শিক্ষার্থী 

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ২৯ নভেম্বর । করোনা পরিস্থিতি বিবেচনায় এবার সমাবর্তন অনুষ্ঠান হবে ভার্চুয়ালি।  স্নাতক ও স্নাতকোত্তরের ৯টি প্রোগ্রাম থেকে ৭৫৪ শিক্ষার্থী সমাবর্তনে অংশ নেবে। শনিবার (২৭ নভেম্বর) সকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইউল্যাবের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ইমরান রহমান এবং রেজিস্ট্রার লে. কর্নেল (অব) ফয়জুল ইসলাম।

অধ্যাপক ইমরান রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ সমাবর্তনে সভাপতিত্ব করবেন। সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ অনুষ্ঠানে যুক্ত থাকবেন।

অধ্যাপক ইমরান রহমান আরও জানান, করোনা পরিস্থিতির কারণে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অনলাইনে সমাবর্তন করছি আমরা। তবে আমাদের চেষ্টা থাকবে অনুষ্ঠানকে যতটা লাইভলি করা যায়। বিকাল ৩টা থেকে সমাবর্তনের আনুষ্ঠানিকতা শুরু হবে বলে জানান তিনি।

ফয়জুল ইসলাম বলেন, ইউল্যাবের ষষ্ঠ সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তরের ৯টি প্রোগ্রামের অধীনে ৭৫৪ শিক্ষার্থী অংশ নেবে। এই সমাবর্তন যদিও ভার্চুয়ালি কিন্তু ইউল্যাবের পক্ষ থেকে যতটা সম্ভব আমরা প্রাণবন্ত করার চেষ্টা করেছি। এই সমাবর্তনের মূল প্রতিপাদ্যের অর্থই হচ্ছে যাবতীয় প্রতিকূলতার বিপক্ষে অবস্থান। আমরা আশা করছি আমাদের গ্র্যাজুয়েটরা এতে অংশ নিয়ে অনুষ্ঠানকে সফল করবে।

অনলাইনে আয়োজিত এ সমাবর্তন ইউল্যাবের অফিসিয়াল ফেসবুক পেজে (www.facebook.com/ULABian)  সরাসরি সম্প্রচারিত হবে।