জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত সংক্রান্ত নোটিশটি ভুয়া 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ শিক্ষাবর্ষের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত সংক্রান্ত ভুয়া নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা হবে।

বুধবার (১ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. আতাউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, কোনও পরীক্ষা স্থগিত করা হয়নি। নোটিশটি ভুয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমের নোটিশে গুরুত্ব না দিয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) স্বাক্ষরিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. আতাউর রহমানের নামে ভুয়া নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভুয়া নোটিশে বলা হয়, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল কলেজগুলোতে ২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষের নিয়মিত ও বিশেষ সকল পরীক্ষা একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক স্থগিত করা হলো।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. আতাউর রহমান বলেন, এ ধরনের কোনও নোটিশ ইস্যু করা হয়নি। ভুয়া এই নোটিশে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। সংশ্লিষ্টদের ওয়েবসাইট ফলো করতে অনুরোধ জানানো হচ্ছে।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বরের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোয় ২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষের নিয়মিত ও বিশেষ পরীক্ষা সারাদেশে একযোগে আগামী ২৯ ডিসেম্বর থেকে শুরু হবে। সাপ্তাহিক ও সরকারি ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।