ইউল্যাবে ‘ভাস্কর্য ও ম্যুরালে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ‘শাটারবাগ ভাস্কর্য ও ম্যুরালে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করছে। এটির আয়োজন করেছে ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ। বুধবার (২২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আগামী ২৩ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী প্রদর্শনীর উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান ফটো সাংবাদিক পাভেল রহমান, বরেণ্য শিক্ষাবিদ ও ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান এবং খ্যাতিমান অনুবাদক ও কলাম লেখক ও ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা। 

দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুদ্ধের ওপর নির্মিত ভাস্কর্য ও ম্যুরালের আলোকচিত্র নিয়ে ইউল্যাবের ধানমন্ডিস্থ গবেষণা ভবনে আয়োজিত প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।