৭১ জন তৃতীয় শিক্ষককে এমপিওভুক্তির নির্দেশ 

২০১০ সালের পর বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ডিগ্রি স্তরে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ সুপারিশ করা ৭১ জন তৃতীয় শিক্ষককে এমপিওভুক্তির নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) মাধ্যমিকও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত আদেশ জারি করে।

আদেশের সঙ্গে এমপিওভুক্ত শিক্ষকদের তালিকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে (http://www.dshe.gov.bd/)  প্রকাশ করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ২০১৯ সালের ২৭ মে’র পাঠানো পাঠানো ৮৪১ জন তৃতীয় শিক্ষকের মধ্যে এনটিআরসিএ-এর মাধ্যমে নিয়োগের সুপারিশ পাওয়া ৭১ জন শিক্ষককে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে এমপিওভুক্ত করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক শর্তসাপেক্ষে এনটিআরসিএ -এর মাধ্যমে নিয়োগের সুপারিশ পাওয়া ৭১ জন তৃতীয় শিক্ষককে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয় থেকে অনলাইনে এমপিওতে অন্তর্ভুক্তির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।