ইউল্যাব এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি

বাংলাদেশের বেসরকারি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। রবিবার (৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউল্যাব। 

প্রতিষ্ঠানটি বলছে, এই চুক্তি স্বাক্ষরের ফলে উভয় প্রতিষ্ঠান যৌথ গবেষণা, বিভিন্ন প্রকাশনা ও অন্যান্য একাডেমিক উপকরণ এবং ছাত্র-শিক্ষক বিনিময় করতে পারবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে সম্প্রতি ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক সোনালী চক্রবর্তী ব্যানার্জি এই সমঝোতা চুক্তিতে নিজনিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।