প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা শুক্রবার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২০’–এর দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা শুক্রবার (২০ মে) অনুষ্ঠিত হবে। দেশের ২৯ জেলায় সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম জানান,  তিন ধাপে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১ জেলা পর্যায়ে। পরীক্ষায় ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী অংশ নিচ্ছে। প্রথম ধাপে দেশের ২২টি জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ২২ এপ্রিল। এতে ৪০ হাজার ৮৬২ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। গত ১২ মে প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শুক্রবার (২০ মে) দ্বিতীয় এবং আগামী ৩ জুন তুতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, শুক্রবার ২৯ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর আগামী ৩ জুন তৃতীয় ধাপের পরীক্ষায় ৩২ জেলার পরীক্ষার্থীরা অংশ নেবে।

শুক্রবার পরীক্ষা হবে—নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, খুলনা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, রাজবাড়ী, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায়।

উল্লেখ্য, বন্যার কারণে সিলেট জেলার পরীক্ষা তৃতীয় ধাপে নেওয়া হবে।