নতুন শিক্ষাক্রম শিক্ষার্থীদের দক্ষ করে তুলবে: দীপু মনি

আনন্দময় ও অভিজ্ঞতাভিত্তিক সক্রিয় শিখনে নতুন শিক্ষাক্রম শিক্ষার্থীদের দক্ষ করে তুলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (৩১ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি-বিইউবিটি’র পঞ্চম সমাবর্তনে রাষ্ট্রপতি ও আচার্যের প্রতিনিধি হিসেবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে, সেটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। আমাদের নতুন শিক্ষাক্রমে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিকের জন্য শিক্ষাক্রম প্রণয়ন করেছি। শিক্ষা যেন সব ক্ষেত্রেই আনন্দময় হয়, সেটিই আমাদের চেষ্টা। আমাদের শিক্ষা খুব বেশি পরীক্ষানির্ভর সনদ সর্বস্ব এবং অনেক বেশি মুখস্থনির্ভর। আমরা ছোটবেলা থেকে অনেক কিছু শিখেছি। কিন্তু তার প্রয়োগ দেখতে পারি বা নিজেরা করতে পারি। হয়তো অনেক সার্টিফিকেট আছে। কিন্তু আমরা পুরোপুরি জ্ঞানটা কাজে লাগাতে পারিনি। তা থেকে বেরিয়ে এসে আনন্দময় ও অভিজ্ঞতাভিত্তিক সক্রিয় শিখনে যাবে শিক্ষার্থীরা। শিক্ষার্থী যা শিখবে তা কাজে লাগাতে পারা দরকার। আমাদের নতুন শিক্ষাক্রম আমাদের সেই দক্ষতায় দক্ষ করে তুলবে।’         

সমাবর্তনে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক দিল আফরোজ। সমাবর্তন বক্তা ছিলেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। এছাড়া বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শফিক আহমেদ সিদ্দিক ও উপাচার্য অধ্যাপক মুহাম্মেদ ফায়াজ খান বক্তব্য রাখেন।