জবির ৩১ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৩১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক ও কর্মকর্তাদের সহযোগিতায় গঠিত ‘যাকাত ও কল্যাণ তহবিল’ থেকে এই বৃত্তি প্রদান করা হয়।
মঙ্গলবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার (জবিপ) উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। এর আগে উপাচার্যের সভাকক্ষে জবির কর্মরত শিক্ষক ও কর্মকর্তাদের সহযোগিতায় গঠিত হয় ‘যাকাত ও কল্যাণ তহবিল’।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা করলে তাদের মনোবল বৃদ্ধি পাবে। শিক্ষা জীবন শেষে তারা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যাকাত ও কল্যাণ তহবিলের সভাপতি অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তফা হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন জবি রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, প্রক্টর ড. নূর মোহাম্মাদ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা।

/এনএস/