প্রাথমিকের সহকারী শিক্ষক বদলি নির্দেশিকার ব্যত্যয় হয়নি

দেশের বিভিন্ন বিদ্যালয়ের ১৯ জন প্রাথমিক সহকারী শিক্ষক বদলি করা হয়েছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম ও একটি গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে সম্প্রতি। যদিও প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে বদলি নির্দেশিকার ব্যত্যয় হয়নি। মঙ্গলবার (২১ জুন) প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (পলিসি অ্যান্ড অপরারেশন) মনীষ চাকমা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাথমিকের সহকারী শিক্ষক বদলির বিষয়টি নিয়ে বদলির অপেক্ষারত শিক্ষকদের মধ্যে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। বদলি না হওয়ার বিষয়টি স্পষ্ট করতে অধিদফতর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

অধিদফতরের অফিস আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোভিড-১৯ সংক্রমণ রোধে বিদ্যালয় বন্ধ ঘোষণা করার পরিপ্রক্ষিতে বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় ২০২০ সালের ২৫ অক্টোবর শিক্ষকদের সব ধরনের বদলি কার্যক্রম বন্ধ রাখা হয়। বর্তমানে স্বাভাবিক সময়ের মতো বিদ্যালয় আবারও চালু হওয়ায় শিক্ষক বদলি বন্ধের ওই আদেশটি গত ১৩ জুন প্রত্যাহার করা হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, ২০১৮ (সংশোধিত) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি নির্দেশিকা অনুসরণে সহকারী শিক্ষকদের বদলির কার্যক্রম প্রতি বছরের জানুয়ারি থেকে মার্চে সম্পন্ন হয়ে থাকে। একই নির্দেশিকা অনুসরণ করে প্রধান শিক্ষকদেরও বদলি কার্যক্রম সম্পন্ন হয়। ওই নির্দেশিকার ব্যত্যয় ঘটিয়ে অধিদফতর থেকে এমন কোনও বদলির আদেশ জারি করা হয়নি।

উল্লেখ্য, বদলি নির্দেশিকা অনুযায়ী সহকারী শিক্ষক বদলি জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত হলেও প্রধান শিক্ষক বদলির সুযোগ থাকে সারা বছরই। শিক্ষক বদলি বন্ধের ওই আদেশটি গত ১৩ জুন প্রত্যাহার করার পর প্রধান শিক্ষক বদলিতে কোনও বাধা নেই।

অন্যদিকে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বিশেষ ব্যবস্থায় বদলির নির্দেশনা ছাড়া বদলি নির্দেশিকার বাইরে বদলি কার্যক্রম পরিচালনা করার সুযোগ নেই অধিদফতরের।