শিক্ষককে পিটিয়ে হত্যা

সেই বিদ্যালয়ের অধ্যক্ষ ও পরিচালনা কমিটির সভাপতিকে শোকজ

হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের অনুমোদনহীন স্কুল স্তরটি কীভাবে পরিচালনা করা হচ্ছে তা জানতে চেয়ে সভাপতি ও অধ্যক্ষকে নোটিশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। তাছাড়া, ওই কমিটির কার্যক্রমও স্থগিত করেছে কর্তৃপক্ষ।

বুধবার (৬ জুলাই) রাতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, অনুমোদনহীন প্রতিষ্ঠানটি কীভাবে পরিচালনা করা হচ্ছে তা জানতে চেয়েছি। পরিচালনা কমিটির সভাপতি ও অধ্যক্ষকে আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শাতে (শোকজ) বলা হয়েছে। এছাড়া স্থগিত করা হয়েছে কমিটির কার্যক্রম।

উল্লেখ্য, গত ২৫ জুন হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজে মেয়েদের ক্রিকেট খেলা চলছিল। শিক্ষক উৎপল কুমার মাঠের পাশে দাঁড়িয়ে খেলা দেখছিলেন। দুপুরের দিকে হঠাৎ এক ছাত্র মাঠ থেকে ক্রিকেট খেলার স্ট্যাম্প নিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। উৎপলকে দ্রুত উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে এনাম মেডিক্যালে আইসিইউতে রাখা হয়। সেখানে ২৭ জুন ভোরে তার মৃত্যু হয়।

এই ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী জিতু ও তার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।