এমপিওভুক্তি থেকে বাদপড়া স্কুল-কলেজের তালিকা প্রকাশ

দেশের নতুন করে ২ হাজার ৭১৬টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দিয়েছে সরকার। বুধবার (৬ জুলাই) আনুষ্ঠানিকভাবে এমপিওভুক্তির ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আনুষ্ঠানিক ঘোষণার পর এমপিওভুক্তির তালিকা প্রকাশ করা হয়েছে।

আর যে সব প্রতিষ্ঠান আবেদন করেও এমপিওভুক্ত হতে পারেনি, সে সব প্রতিষ্ঠানের মধ্যে স্কুল-কলেজের তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

বৃহস্পতিবার (৭ জুলাই) এক অফিস আদেশের সঙ্গে এই তালিকা প্রকাশ করা হয়।    

এতে দেখা গেছে, এমপিওভুক্তি থেকে বাদ পড়েছে নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় ৭৪০টি, মাধ্যমিক বিদ্যালয় ৮৭০টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ২২১টি, উচ্চ মাধ্যমিক কলেজ ৩৯৭টি ও ডিগ্রির (পাস) ৩২৩টি।  

তবে বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যা ৭টা ২০মিনিট পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বাদপড়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়নি।