বিজ্ঞান পড়েও বিজ্ঞানমনস্ক হচ্ছে না অনেক শিক্ষার্থী: নওফেল

বিজ্ঞান পড়েও অনেক শিক্ষার্থী বিজ্ঞানমনস্ক হচ্ছে না—এটি উদ্ভাবনের পথে অন্যতম অন্তরায় বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।  তিনি জানান, প্রকৌশল শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞানমনস্কতা সৃষ্টি হচ্ছে না। কারণ শিক্ষার্থীরা সংকীর্ণ মানসিকতা লালন করছে। তারা শুধু সায়েন্টিফিক সূত্র মুখস্থ করে ভালো নম্বর পাচ্ছে।

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  বৃহস্পতিবার (২১ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়টির ৭ম সমাবর্তন অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি ও আচার্যের প্রতিনিধি হিসেবে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  সমাবর্তন বক্তা ছিলেন লেখক ও কলামিস্ট অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা জীবন শেষ করে মূল্যবোধের জায়গায় রাষ্ট্রের মূল নীতিগুলো যদি ধারণ করতে না পারি, চর্চা করতে না পারি তাহলে বিশ্ববিদ্যালয় থেকে যত বড়ই ডিগ্রি নেই না কেনও মানুষ হিসেবে সার্থকতা থাকে না। আমি যদি অন্তরে ধর্মীয় সাম্প্রদায়িকতার চেতনা লালন করি, যদি নারী-পুরুষের সমতায় একবারেই বিশ্বাস না করি, বৈষম্যের দৃষ্টিতেই যদি বিষয়গুলোকে দেখি, যদি সমাজে অসাম্য প্রতিষ্ঠা হোক আর বৈষম্য টিকে থাকুক এই মানসিকতা ধারণ করি তাহলে মানুষ হিসেবে অনেক দূর পিছিয়ে রয়েছি। যতই উচ্চশিক্ষার সনদ হোক না কেন।

উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘আমাদের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমরা বিজ্ঞান শিখছি, প্রযুক্তি শিখছি কিন্তু অনেক শিক্ষার্থীর অনেক ক্ষেত্রেই বিজ্ঞানমনস্কতা সৃষ্টি হচ্ছে না। কারণ সংকীর্ণ মানসিকতা লালন করে সায়েন্টিফিক ফর্মুলা মুখস্থ করেছি, ভালো নম্বর পেয়েছি। আমার জ্ঞান এর মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু এর পেছনের দর্শন ধারণ না করি, আউট অব দ্যা বক্স চিন্তা করার মানসিকতা না থাকলে ইনোভেশন কখনও সম্ভব নয়।

সমাবর্তন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম এবং উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম।