অধ্যক্ষ-উপাধ্যক্ষদের বদলি আবেদন ১১ সেপ্টেম্বরের মধ্যে

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের বদলির আবেদন আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে নির্দেশনা জারি করা হয়।

আদেশে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের `সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা-২০১০’ অনুযায়ী অনলাইনে বদলির আবেদন দাখিল করতে হবে। একইসঙ্গে অনলাইন ছাড়া অন্য কোনও উপায়ে পাঠানো বা পেশ করা আবেদন বিবেচনা করা হবে না মর্মেও বদলি/পদায়ন নীতিমালা- ২০২০-এ উল্লেখ রয়েছে।

এতে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের উপাধ্যক্ষ ও অধ্যক্ষ পদে বদলি/পদায়নে আগ্রহী আবেদনকারীদের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ওয়েব সাইট (www.shed.gov.bd / www.dshe.gov.bd) ব্যবহার করে অনলাইনে আবেদন করার পরামর্শ দেওয়া হলো। ২৮ আগস্ট থেকে আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।