এসএসসির নির্বাচনি পরীক্ষার ফল ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশের নির্দেশ

২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা গ্রহণ করে ৩০ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (মাউশি)।

বুধবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে মাউশি এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের জন্য এসএসসি পর্যায়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৯ জুন পরীক্ষা শুরুর কথা থাকলেও সিলেটসহ দেশের অন্যান্য অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে যায়। পরে ১৫ সেপ্টেম্বর সারা দেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়।

আগামী ১ অক্টোবর পর্যন্ত এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা চলবে।

সূত্র : বাসস