ইউল্যাবে প্রথমবার ‘এমপাওয়ার হার’ মেন্টরশিপ প্রোগ্রাম

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) প্রথমবারের মতো বাংলাদেশ-ভারত-বিজনেস কাউন্সিলের সঙ্গে সম্মিলিত ভাবে আয়োজন করতে যাচ্ছে ‘এমপাওয়ার হার ২০২২’ শিরোনামে নারী মেন্টরশিপ প্রোগ্রাম।

বৃহস্পতিবার (২০ অক্টোবর)  বেলা সাড়ে ১১ টায় ইউল্যাবের ক্যাম্পাসে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। এতে উদ্বোধনী বক্তব্য রাখবেন ইউল্যাবের জ্যেষ্ঠ প্রভাষক আরজু ইসমাইল। অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওমেন’স ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মানতাশা আহমেদ, ভাইস প্রেসিডেন্ট ড. মালিহা মান্নান আহমেদ, চেয়ার ড, রুমানা দৌলা । ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান এবং বিবিএ প্রোগ্রামের ডিরেক্টর মোহাম্মদ ফয়সাল চৌধুরীও উপস্থিত থাকবেন।

আয়োজনে ইউল্যাবের ১৩ শিক্ষার্থী সরাসরি বিভিন্ন মেন্টরদের থেকে প্রশিক্ষণ নেবেন যারা কর্পোরেট জগতে এবং উদ্যোক্তা হিসেবে দেশের বিভিন্ন খাতে নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করেছে। ক্লাসে বিভিন্ন পদ্ধতিতে শেখার পাশাপাশি শিক্ষার্থীরা তাদের মেন্টরদের কর্মকাণ্ড থেকে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে শেখার সুযোগ পাবেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বাছাই করা হয়েছে তাদের আগ্রহ এবং মেধার ভিত্তিতে।

এ আয়োজনের মূল লক্ষ্য হল ইউল্যাবের বিবিএ প্রোগ্রামে অধ্যয়নরত নারী শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া, যাতে করে তারা সফল ক্যারিয়ার এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে। তারা যেন সকল বাধা বিপত্তি উপেক্ষা করে তাদের প্রতিভা খুঁজে বের করতে সাহায্য করা যেন তারা তাদের স্বপ্ন পূরণের পাশাপাশি দেশ গঠনেও ভূমিকা রাখতে পারে।