শিক্ষক-কর্মকর্তাদের মুক্তপাঠের ‘মাই গভ ওরিয়েন্টেশন কোর্স’ সম্পন্নের নির্দেশ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আওতাধীন সব অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি কলেজ ও সরকারি স্কুলে কর্মরত শিক্ষকদের ই-লার্নিং প্লাটফর্ম ‘মুক্তপাঠ’ এর মাধ্যমে ‘মাই গড ওরিয়েন্টেশন কোর্স’ সম্পন্নকরণ করার নির্দেশ দিয়েছেন মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।  

এ সংক্রান্ত অফিস আদেশটি বুধবার (২ নভেম্বর) জারি করা হয়। এতে গত সোমবার (৩১ অক্টোবর) মহাপরিচালক সই করেন।

এতে বলা হয়, ‘হাতের মুঠোয় সরকারি সেবা’ বাস্তবায়নের লক্ষ্যে এটুআই ও মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে অধিদফতরের সেবাগুলো শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের জন্য ‘মাই গভ’ প্লাটফর্ম ব্যবহারের কার্যক্রম চলমান রয়েছে। এই ‘মাই গভ’ প্লাটফর্ম ব্যবহার করে সংশ্লিষ্ট অংশীজন সংশ্লিষ্ট সেবার জন্য অনলাইনে আবেদন এবং সেবা নিতে পারছেন। তবে নাগরিকগণের দাখিল করা আবেদনগুলো ‘মাই গভ’ প্লাটফর্মের মাধ্যমে নিষ্পত্তির লক্ষ্যে একজন সরকারি কর্মচারীর জন্য এ বিষয়ে একটি ওরিয়েন্টেশনের প্রয়োজন রয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মাই গভ প্লাটফর্ম সম্পর্কে দ্রুততম সময়ে অনলাইনে একটি ধারনা পেতে পারেন এ জন্য ই-লার্নিং প্লাটফর্ম ‘মুক্তপাঠ’ এ ‘মাইগড ওরিয়েন্টেশন কোর্স’ প্রস্তুত করা হয়েছে। কোর্সটি সফলভাবে সম্পন্ন হলে মাইগভ প্লাটফর্মের প্রায়োগিক ব্যবহার ও সেবা দেওয়ার কৌশল রপ্ত করতে পারবেন।

অফিস আদেশে আরও বলা হয়, অধিদফতরের আওতাধীন সব অফিস, সরকারি কলেজ এবং সরকারি স্কুলে কর্মরত কর্মকর্তা ও শিক্ষকরা ই-লার্নিং প্লাটফর্ম ‘মুক্তপাঠ' এর মাধ্যমে ‘মাই গড ওরিয়েন্টেশন কোর্স’ সম্পন্ন করার জন্য জন্য অনুরোধ করা হলো।’

'মাইগভ' কোর্সটির ওয়েব লিংক

https://muktopaath.gov.bd/course details / 858