আবারও চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নুর আহমদ

আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক অবসরপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার কে এম নুর আহমদকে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাক্ষরিত এক আদেশে এই নিয়োগ দেওয়া হয়।

আদেশে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি রেজিস্টারের দায়িত্ব পালন করবেন।

২০১৮ সালের ১ এপ্রিল থেকে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কে এম নুর আহমদ। ২০২০ সালের ৩০ জুন তিনি বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

এর আগে গত ১ জানুয়ারি চবি কর্মকর্তাদের মধ্য থেকে পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগের দাবিতে আন্দোলনে নামে কর্মকর্তারা। আন্দোলনের মুখে পরদিন চার দিনের ছুটিতে যান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান। এ সময় এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার মাহবুব হারুন চৌধুরীকে রেজিস্ট্রারের রুটিন দায়িত্ব পালন করতে বলা হয়। এর মধ্যে তার দায়িত্ব পালনের মেয়াদ তিন দফা বৃদ্ধি করে কর্তৃপক্ষ। সর্বশেষ গত ১ ফেব্রুয়ারি কর্মকর্তারা রেজিস্ট্রারের নামফলক কালো কাপড় দিয়ে ঢেকে দেন। পরে মুখে কালো কাপড় বেঁধে রেজিস্ট্রার কার্যালয়ে অবস্থান নেন তারা।