প্রাথমিকে আন্তজেলা-আন্তবিভাগ বদলি শুরু হবে চলতি মাসেই

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্তজেলা, আন্তবিভাগ ও আন্তসিটি করপোরেশনের মধ্যে বদলির কাজ চলতি মাসে শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।  প্রাথমিক শিক্ষার উদ্যোগ ও অর্জন নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

একই জেলা, একই বিভাগ এবং একই সিটি করপোরেশনের মধ্যে বদলির অগ্রগতি বিষয় তুলে ধরে ফরিদ আহাম্মদ বলেন, ‘এজন্য সফটওয়্যারের কিছু কাজ করতে হবে। আমরা তা শুরু করে দিচ্ছি।’

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, ‘আমরা ইতোমধ্যে উপজেলার মধ্যে বদলি শুরু করেছি। ইতোমধ্যে ২৫ হাজার শিক্ষকের বদলি সফলভাবে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় ধাপের কার্যক্রমের পরিকল্পনা বাস্তবায়নের পথে।’

প্রসঙ্গত, এর আগে এই উপজেলার মধ্যে সরকারি প্রাথমিক শিক্ষকদের মধ্যে বদলি শুরু করা হয়েছে। ২০২০ সালের পর প্রথম প্রাথমিকের সহকারী শিক্ষকদের বদলি কার্যক্রম শুরুর হয় উপজেলার মধ্যে বদলির মধ্য দিয়ে।