হঠাৎ পরিদর্শন, ১৫ শিক্ষকের অনুপস্থিতির প্রমাণ মিলেছে

আগে ঘোষণা না দিয়ে জানুয়ারি মাসে বিভিন্ন অঞ্চলের কিছু শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে ১৫ জন শিক্ষককে অনুপস্থিত পাওয়া গেছে। ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে পরিচালনা করা মনিটরিংয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

এতে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে পূর্ব ঘোষণা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শন করছেন। পরিদর্শনের জানুয়ারি মাসের প্রতিবেদন মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ে পাঠানো হয়। ওই পরিদর্শনে বিভিন্ন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ জন শিক্ষক অননুমোদিতভাবে বিদ্যালয়ে অনুপস্থিতির বিষয়টি পরিলক্ষিত হয়েছে।

অনুপস্থিত ১৫ জন শিক্ষককে আগামী ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন পাঠাতে নির্দেশ দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।