এমপিওভুক্তির দাবিতে আমরণ অবস্থানের হুঁশিয়ারি

সারা দেশের বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স স্তরের  প্রায় সাড়ে ৫ হাজার শিক্ষককে এমপিওভুক্ত করা না হলে আমরণ অবস্থানের কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেওয়া হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সভাপতি হারুন-অর-রশিদ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুকোমল সেনসহ অন্যান্য নেতারা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রতিষ্ঠান থেকে শতভাগ বেতন দেওয়ার কথা থাকলেও অধিকাংশ কলেজ কর্তৃপক্ষ তা আমলে নেয় না। করোনাকালে প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রতিষ্ঠান থেকে প্রদত্ত নামমাত্র বেতনটুকুও বন্ধ থাকায় শিক্ষকরা জীবন-জীবিকার কঠিন সমীকরণে আটকে গেছে। দাবি আদায় না হলে আগামী ১২ মার্চ সকাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য, উচ্চশিক্ষায় নিয়োজিত সারা দেশের মাত্র ৫,৫০০ জন শিক্ষক এখনও এমপিওভুক্তির বাইরে রয়েছেন।