অধ্যাপক হলেন শিক্ষা ক্যাডারের ৬৮৬ জন  

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৬৮৬ সহযোগী অধ্যাপককে পূর্ণ অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন স্থানে পদায়ন করেছে সরকার। সোমবার (২০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে।  

আদেশে পদোন্নতি পাওয়া অধ্যাপকদের বিভিন্ন কলেজে সংযুক্ত করা হয়েছে। আবার কোনও কোনও অধ্যাপককে ইনসিটু করে রাখা হয়েছে। সংযুক্ত অধ্যাপকরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিবর্তে সংযুক্ত কর্মস্থলের নির্ধারিত হারে বেতন-ভাতা পাবেন।