জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উদ্যোগ ক্যারিয়ার ফেয়ার

শিক্ষার্থীদের কর্মসংস্থান তৈরি করতে চাকরিদাতা ও চাকরিপ্রত্যাশীদের নিয়ে নতুন উদ্যোগ ‘ক্যারিয়ার ফেয়ার’ আয়োজন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (২০ মার্চ) সকালে টাঙ্গাইলের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই ক্যারিয়ার ফেয়ার শুরু হয়। টাঙ্গাইল অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী চলে এই ক্যারিয়ার ফেয়ার। জাতীয় বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল জেলা প্রশাসন, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও এসপায়ার টু ইনোভেট-এটুআই যৌথভাবে এই ‘ক্যারিয়ার ফেয়ার’ আয়োজন করে।

‘ক্যারিয়ার ফেয়ার’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

অনুষ্ঠানে চাকরিদাতা বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষার্থীদের চাকরি পাওয়ার বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। অনেক প্রতিষ্ঠান চাকরির জন্য উপযুক্ত শিক্ষার্থীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত চেয়েছেন। তারা বলেছেন, যোগ্য শিক্ষার্থীদের চাকরির জন্য আমাদের কাছে আসতে হবে না। আমরাই তাদের কাছে যাবো।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেন, ‘চাকরি পাওয়া কোনও কঠিন বিষয় নয়। যদি নিজেকে উপযুক্ত করে গড়ে তোলা যায়, তাহলে চাকরিই তোমাদের খুঁজে নেবে। যারা আজকে সমাজে সফল হয়েছেন, কেউ ভিন্ন কিছু নয়। তারা আমাদের সমাজেরই মানুষ। সুতরাং কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

ড. মশিউর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা তথাকথিত চাকরির ফ্রেমের মধ্যে আটকে আছো। সারা পৃথিবীতে এই চিত্র পাল্টে গেছে। সুতরাং ওই জায়গায় একটা পরিবর্তন আনার জন্য মূলত আমরা ‘ক্যারিয়ার ফেয়ার’ আয়োজন করেছি। তোমরা নতুন দক্ষতা অর্জন করলে ইউরোপ-আমেরিকার চাকরি ঘরে বসে করতে পারবে। কিন্তু সেটির জন্য দরকার নতুন দক্ষতা অর্জন।’

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসন (আইসিটি ও শিক্ষা) মুহাম্মদ আব্দুর রহিম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের অধ্যক্ষ মো. শহীদুজ্জামান মিয়া,  টাঙ্গাইলের চেম্বার অ্যান্ড কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন এম সিবলী সাদিক, এসপায়ার টু ইনোভেটের স্ট্রাটেজি অ্যান্ড ইনোভেশন স্পেশালিস্ট আসাদ-উজ-জামান প্রমুখ।