X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও ৯ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২৫, ১৯:০৮আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ২০:০৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর। বুধবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।  

প্রসঙ্গত, এর আগেও বেশ কয়েকজন কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৬৮তম সভা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহর সভাপতিত্বে ধানমন্ডি নগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সিন্ডিকেটের ওই সভায় চাকরির মেয়াদ ২৫ বছরপূর্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও ৯ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়।

২৫ বছর চাকরিপূর্তিতে ঐচ্ছিক অবসর এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কোনও কর্মচারীকে অবসর প্রদান করার বিধানাবলি জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরি সংবিধিতে অন্তর্ভুক্ত করে চাকরি সংবিধি সংশোধন করার প্রস্তাব গত বছরের ৩ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৩তম সভায় অনুমোদিত হয়। ২০১৪ সালের ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশনে অনুসমর্থিত হওয়ায় সিন্ডিকেট সভায় ৯ জন কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে প্রয়োজন বিবেচনা করে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে।

বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—উপ-রেজিস্ট্রার মো. শাহ আলম ঢালী, উপ-রেজিস্ট্রার মো. মোহসীন ইকবাল, উপ-রেজিস্ট্রার প্রেমানন্দ শীল, উপ-রেজিস্ট্রার মোহাম্মদ শামীম আলম মৃধা, উপ-রেজিস্ট্রার মোছা. জিন্নাত আরা, উপ-রেজিস্ট্রার অমিত কুমার দাম, উপ-রেজিস্ট্রার মোহাম্মদ সিদ্দিকুর রহমান, উপ-রেজিস্ট্রার মো. মতিউর রহমান মোল্যা এবং সহকারী রেজিস্ট্রার একেএম বদরুল আলম।

সিন্ডিকেট সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের (ভার্চুয়ালি যুক্ত), ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. এটিএম জাফরুল আযম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম তালুকদার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রারসহ (অতিরিক্ত দায়িত্ব) সিন্ডিকেটের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

 

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদনের সময় বেড়েছে, ক্লাস শুরু ২৬ মে
সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ‘অবৈধ’, ব্যবস্থা নেওয়ার সুপারিশ
গভর্নিং বডির সদস্যদের আর্থিক সুবিধা নয়, সভাপতির যোগ্যতা স্নাতকোত্তর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
মুক্ত গণমাধ্যম দিবস‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’