ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বইয়ের সংশোধনী প্রকাশ

নতুন জাতীয় শিক্ষাক্রমের আলোকে প্রণয়ন করা ২০২৩ সালের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সব বইয়ের সংশোধনী দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নানা আলোচনা সমালোচনার পর অবশেষে সংশোধনীগুলো এনসিটিবির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এতে দেখা গেছে, সব বইয়ের জন্য আলাদাভাবে এই সংশোধনী দেওয়া হয়। কোন পৃষ্ঠায় ভুলগুলো কী ছিল, তা উল্লেখ করে সংশোধন কী হবে; সেটাও উল্লেখ করা হয়েছে।

গত ১ জানুয়ারি থেকে নতুন শিক্ষাক্রমের প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পাঠ্য বই দেওয়া হয়েছে। আগামী বছর অষ্টম ও নবম শ্রেণির নতুন শিক্ষাক্রমের বই দেওয়া হবে। ইতোমধ্যে এসব বই লেখার কাজও শুরু হয়েছে।