গুচ্ছের ‘সি’ ইউনিটে প্রতি আসনের জন্য লড়বেন ১২ ভর্তিচ্ছু

সমন্বিত ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিট (ব্যবসায় অনুষদের) ভর্তি পরীক্ষা শনিবার (২৭ মে) অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ১৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শাহজালাল বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্রে জানা যায়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ৩ হাজার ৪৯৬টি আসনের বিপরীতে ‘সি’ ইউনিট তথা ব্যবসায় অনুষদে পরীক্ষায় অংশ নেবেন ৩৯ হাজার ৮৬৪ জন। প্রতি আসনের বিপরীতে ১২ জন ভর্তিচ্ছু অংশ নিচ্ছেন।

সার্বিক বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম-আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ইতোমধ্যে ব্যবসা অনুষদের পরীক্ষার সব প্রস্তুতি শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোকে সব নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করি সুষ্ঠুভাবে পরীক্ষাগুলো সম্পন্ন হবে।

এছাড়া পরীক্ষায় সার্বিক নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছেন বলেও জানান তিনি।

কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীর সংখ্যা সম্পর্কে ভর্তি কমিটি সূত্রে জানা যায়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৫ হাজার ৯২১, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯৪৪, খুলনা বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ৩২৪, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ২৫৬, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৪১৬, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৭৯ জন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫৭৩, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৭৬৫, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার ৩৮৬, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩৪৮, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮৮০, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬৫৮, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩৫৯, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৯৩১, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার ৮৮, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ৭৭৪, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় ৮১০, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৬০, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

এছাড়া ২০২২-২৩ শিক্ষাবর্ষের সর্বশেষ ভর্তি পরীক্ষা আগামী ৩ জুন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত একই কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ‘এ’ ইউনিট তথা বিজ্ঞান বিভাগের অধীনে ১২ হাজার ৯০৬ আসনের বিপরীতে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন বলে জানা গেছে।