ঢাবিতে প্রথম বর্ষ থেকে বৈধ সিট বরাদ্দসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে প্রথম বর্ষ থেকে প্রশাসনের মাধ্যরেম বৈধ সিট বরাদ্দসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে এক দল শিক্ষার্থী।

সোমবার(১৮ সেপ্টেম্বর)  দুপুর ১২টায় ‘বৈধ সিট আমার অধিকার’ প্ল্যাটফর্ম থেকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা তাদের পাঁচ দফা দাবি তুলে ধরেন।

তাদের অন্য দাবি গুলো হলো— সিট বরাদ্দে রাজনৈতিক হস্তক্ষেপ চলবে না। অবৈধভাবে সিট দখলকারীদের অবিলম্বে হল ত্যাগ করতে হবে। পলিটিক্যাল গণরুম বাতিল করতে হবে। গেস্টরুম নামের টর্চার সেল বন্ধ করতে হবে।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরমানুল হকের সভাপতিত্বে এবং বাইয়োকেমিস্ট্রির শিক্ষার্থী উমামা ফাতেমার সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন—  নৃত্যকলা বিভাগের সাইমুননাহার কর্ষি, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তন্ময়, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী শোভন এবং দীপ্ত, জনপ্রশাসন ডিপার্টমেন্টের শিক্ষার্থী সামির, দর্শন বিভাগের শিক্ষার্থী সজীব এবং পদার্থ বিভাগের শিক্ষার্থী সাকিবুর রনি।

সভাপতির বক্তব্যে আরমানুল হক বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গেস্ট রুমে ঘণ্টার পর ঘণ্টা মানসিক অত্যাচার করা হয়। জেরা করা হয় তারা রাজনৈতিক প্রোগ্রামে গেছে কী যায়নি। বছরের পর বছর ধরে এভাবে রাজনৈতিক সংগঠনগুলো নিজেদের প্রভাব বিস্তার করতে হলগুলো দখল করে আছে।’

মানববন্ধনে দীপ্ত বলেন, ‘শিক্ষার্থীদেরগণরুমে রেখে রাজনৈতিক দলগুলো তাদের বছরের পর বছর রাজনীতি করতে বাধ্য করছে, যা খুবই জঘন্য। শিক্ষার্থীরাই কেবল তাদের অধিকার আদায়ে নেমে আসলে, তারা দাসত্ব থেকে মুক্তি পাবে। সিট কারও দয়াদাক্ষিণ্যের বিষয় নয়।’

সাইমুননাহার বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত কষ্ট করে ভর্তির সুযোগ পেয়েও আমাদের পুরুষ শিক্ষার্থীরা প্রশাসনের কাছ থেকে  সিট পায় না।’