X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২৫, ২০:৩১আপডেট : ০৯ মে ২০২৫, ২০:৩১

মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের জন্য আসন্ন বাজেটে শিক্ষা খাতে জিডিপি’র ৫ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)। একইসঙ্গে এমপিওভুক্ত শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতারও দাবি জানানো হয়েছে।

শুক্রবার (৯ মে) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খা হল রুমে এক সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টির্চাস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হারুন অর রশিদ।

এসময়ে তিনি বলেন ,গত ২০২৪-২০২৫ অর্থবছরে শিক্ষা খাতে ৯৪ হাজার ৭১১ কোটি টাকা বরাদ্দের করা হয়েছিল, যা জাতীয় বাজেটের ১১ দশমিক ৮৮ শতাংশ। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শিক্ষা খাতে জাতীয় বাজেটের ১৫ থেকে ২০ শতাংশ। জিডিপির ৪ থেকে ৬ শতাংশ বরাদ্দ দেওয়ার অঙ্গীকার থাকলেও এই বরাদ্দ উভয় মানদণ্ডে অনেক কম।

সংবাদ সম্মেলনে সভাপতি মো. হারুন অর রশিদ বলেন, ‘বাজেট কম বরাদ্দের নেতিবাচক প্রভাব প্রান্তিক জনগোষ্ঠীর ওপর পড়ে। তা ছাড়া গত অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষা খাতে বরাদ্দ ছিল ৩৮ হাজার ৮১৯ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে বরাদ্দ ছিল ৪৪ হাজার ১০৮ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা খাতে বরাদ্দ ছিল ১০ হাজার ৬০২ কোটি টাকা। যা জিডিপি’র ১ দশমিক ৬৯ শতাংশ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইউনেস্কোর পরামর্শ হচ্ছে একটি দেশের শিক্ষা খাতে জিডিপি’র ৬ শতাংশ বরাদ্দ দেওয়া। অথচ আমাদের দেশে এখন পর্যন্ত ২ শতাংশ বরাদ্দ রাখেনি কোনও সরকার।

লিখিত বক্তব্যে মো. হারুন অর রশিদ বলেন, বেসরকারি শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, সরকারি নিয়মে মেডিক্যাল ও বাড়ি ভাড়া প্রদান, মাদ্রাসার সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড প্রদান, অনুপাত প্রথা বাতিল করে সব প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিও ভুক্তকরণ, শিক্ষা কমিশন গঠন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর মাধ্যমে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার, সহ-সুপার নিয়োগ প্রদান, মাদ্রাসাসহ সব শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, মাদ্রাসার প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ প্রদান করতে হবে।

সংগঠনের মহাসচিব ফিরোজ আলমের সঞ্চালনায় সংবাদ সম্মেলন অরও অংশ নেন, সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, ফকরুল ইসলাম, কে এমন শামীম, মোহাম্মদ আলী, আব্দুল হাই, ফজলুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান সরকার, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. এলিন তালুকদার, অর্থ সম্পাদক আলাউদ্দিন, রেজাউল হক মন্ডল, আরমান শাহজাদা, রিপন খন্দকার, সালেহ উদ্দিন, আসাদুজ্জামান রফিকুল ইসলাম ও দেলোয়ার হোসেন প্রমুখ।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
মাদ্রাসা সহকারী শিক্ষকদের অষ্টম গ্রেডে বেতন দেওয়ার দাবি
জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির খসড়া অধ্যাদেশ বাতিলের দাবি
নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের দাবি
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের