‘নতুন শিক্ষাক্রম নিয়ে কেন এত অপপ্রচার-বিরোধিতা?’ বৈঠকি শুরু

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘নতুন শিক্ষাক্রম নিয়ে কেন এত অপপ্রচার-বিরোধিতা?’ শীর্ষক বৈঠকি শুরু হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) বিকাল ৫টা ১৯ মিনিটে শুরু হয় বাংলা ট্রিবিউনের নিয়মিত এই আয়োজন। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সহযোগিতায় বৈঠকি অনুষ্ঠিত হচ্ছে।

এটিএন নিউজের বার্তাপ্রধান প্রভাষ আমিনের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে আছেন কারিকুলাম বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম তারিক আহসান, ইউল্যাবের শিক্ষা বিষয়ক গবেষণা কেন্দ্রের (সিইটিএল) পরিচালক ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন এবং বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার এসএম আব্বাস। বৈঠকিটি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ।