‘প্রজন্মকে বৈশ্বিক নাগরিক বানাতে কারিকুলামের পরিবর্তন দরকার ছিল’

ইউল্যাব সিইটিএল পরিচালক ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন, আমাদের এই শিক্ষাক্রম অনেক আগে শুরু করা দরকার ছিল। পৃথিবীব্যাপী কারিকুলাম যেভাবে এগিয়ে গেছে, আমরা তার কাছাকাছি কোথাও নেই। তাই আমাদের একটু বড় করে জাম্প দেওয়া লাগবে তাদের সঙ্গে মিলিয়ে চলতে।

তিনি আরও বলেন, এখন নতুন প্রজন্ম বৈশ্বিক নাগরিক হয়ে উঠছে এবং তাদের গড়ে উঠতে হবে। আর সবার সঙ্গে যখন লড়াই করতে হবে, তাদের উন্নত করতে হবে।

শনিবার (২৩ নভেম্বর) বিকালে বাংলা ট্রিবিউনের নিয়মিত এই আয়োজন বৈঠকিতে ‘শিক্ষাক্রম নিয়ে কেন এত অপপ্রচার-বিরোধিতা?’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, এখন নতুন কারিকুলাম প্রস্তুত করার পর প্রথম কাজ হবে কারিকুলামের সঙ্গে যুক্ত অংশীজনদের এই বিষয়ে দক্ষ করে তোলা। এ ক্ষেত্রে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার একটি সুন্দর পরিকল্পিত ব্যবস্থা তৈরিও করা হয়েছে। কিন্তু সমস্যা হলো আমাদের শিক্ষকদের আত্মস্থ করার মতো অবস্থা কতটুকু, তা নিয়ে ভাবা দরকার ছিল। এর পাশাপাশি নতুন শিক্ষাক্রম নিয়ে যে সমালোচনা আসতে পারে প্রস্তুতি হিসেবে আগের থেকেই এর প্রচারণার কমতি ছিল বলে আমার মনে হয়।

এটিএন নিউজের বার্তাপ্রধান প্রভাষ আমিনের সঞ্চালনায় বৈঠকিতে অতিথি হিসেবে ছিলেন কারিক্যুলাম বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম তারিক আহসান, বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার এস এম আব্বাস।

আরও পড়ুন:

‘নতুন শিক্ষাক্রম নিয়ে বিশেষজ্ঞ কেউ সমালোচনা করছে না’

‘নতুন শিক্ষাক্রম নিয়ে কেন এত অপপ্রচার-বিরোধিতা?’ বৈঠকি শুরু