পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি ও ভোগান্তি কমাতে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শুরু হতে যাওয়া  এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। একইসঙ্গে পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট নন এমন ঊর্ধ্বতন কর্মকর্তারাও যাবেন না কেন্দ্র পরিদর্শনে।

দীর্ঘদিনের রেওয়াজ ভেঙ্গে এই প্রথম কেন্দ্র পরিদর্শন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বর্তমান সরকারের নতুন শিক্ষামন্ত্রী নওফেল।  

প্রসঙ্গত, দীর্ঘদিন থেকে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন ঘটা করে কেন্দ্র পরিদর্শনে যেতেন শিক্ষামন্ত্রীসহ মন্ত্রণালয় ও অধিদফতরের কর্মকর্তারা। এই রেওয়াজ শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের ভোগান্তি সৃষ্টি করে বলে মনে করেন নওফেল।

মন্ত্রীর এই সিদ্ধান্তে শিক্ষা বোর্ড তাদের নিজেদের দায়িত্ব পালনে এবার বেশি তৎপর থাকবে ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডে কর্মকর্তারা। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এ বছর এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল  (ভোকেশনাল) পরীক্ষায় ২৯ হাজার ৭৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭০০টি কেন্দ্রে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে।

এই পরীক্ষার আগেই কেন্দ্র পরিদর্শন না করার ঘোষণা দেন মন্ত্রী।