এসএসসি’র প্রথম দিনে অনুপস্থিত ১১৬৫৯ পরীক্ষার্থী

এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ছিল মোট ১১ হাজার ৬৫৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে এসএসসি পরীক্ষায় সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষায় সারা দেশে অনুপস্থিত ছিল ৯ হাজার ৭৩১ জন। দাখিল পরীক্ষার প্রথম দিনে কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় অংশ নেয়নি ৭ হাজার ৬৬০ জন শিক্ষার্থী। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) বাংলা-২ পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিতির সংখ্যা ১ হাজার ১৬৮ জন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

টি সাধারণ শিক্ষা বোর্ড

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, সাধারণ ৯ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৮ হাজার ২৯২ জন। এর মধ্যে উপস্থিত ছিল ১৪ লাখ ৮ হাজার ৫৬১ জন। আর অনুপস্থিত ৯ হাজার ৭৩১ জন।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল ঢাকা বোর্ডে। এ বোর্ডে ২ হাজার ৩৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। এছাড়া চট্টগ্রাম বোর্ডে ৮০৯ জন, রাজশাহীতে ১ হাজার ১৮১, বরিশালে ৬৮২, সিলেটে ৫৬৪, দিনাজপুরে ১ হাজার ৪৩, কুমিল্লায় ১ হাজার ৩৭০, ময়মনসিংহে ৬০৪ এবং যশোর শিক্ষা বোর্ডে ১ হাজার ১৩৩ জন অনুপস্থিত ছিল। এ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে বহিষ্কার হয়েছে ৬ জন। 

মাদ্রাসা শিক্ষা বোর্ড

দাখিলে প্রথম দিনে অনুপস্থিত ছিল ৭৬৬০ পরীক্ষার্থী। দাখিল পরীক্ষার প্রথম দিনে কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় অংশ নেয়নি ৭ হাজার ৬৬০ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) বাংলা-২ পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিতির সংখ্যা ১ হাজার ১৬৮ জন।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কন্ট্রোল রুমের তথ্য তথ্যানুযায়ী, মাদ্রাসা বোর্ডের অধীনে সারা দেশে ৭১৮টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৪৮ হাজার ৪১৭ জন। এর মধ্যে উপস্থিত ছিল ২ লাখ ৪০ হাজার ৮৩৭ জন। আর অনুপস্থিত ছিল ৭ হাজার ৬৬০ জন।

মোট শিক্ষার্থীর হিসাবে অনুপস্থিতির হার ৩ দশমিক শূন্য ৮ শতাংশ।

কারিগরি শিক্ষা বোর্ড

কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) ৭০৯টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৬ হাজার ২০৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ১৪ হাজার ২৩৫ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ১৬৮ জন। আর কারিগরিতে বহিষ্কার হয়েছে ১১ জন শিক্ষার্থী।