তৃতীয় মেয়াদে নর্থ সাউথের ভিসি ড. আতিকুল ইসলাম

বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য হিসেবে তৃতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আতিকুল ইসলাম। আগামী চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

রবিবার (৩ মার্চ) তাকে পুনরায় নিয়োগ দিয়ে সোমবার (৩ মার্চ) প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০’ এর ধারা ৩১ (১) অনুযায়ী, অধ্যাপক ড. আতিকুল ইসলামকে তার আগের নিয়োগের ধারাবাহিকতায় চার বছরের জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর (ভিসি) পদে নিয়োগ দেওয়া হলো।

নিয়োগের শর্তে বলা হয়, ভাইস-চ্যান্সেলর পদে অধ্যাপক ড. আতিকুল ইসলামের নিয়োগের মেয়াদ হবে ২০২৮ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্ধারিত বেতনভাতা পাবেন এবং পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন। তিনি ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০’ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।