রবিবার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাস কোর্স পরীক্ষা শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট পরীক্ষা (পুরনো সিলেবাস অনুযায়ী) রবিবার থেকে শুরু হতে যাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যায়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর  থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রতিদিন দুপুর ২টা থেকে পরীক্ষা শুরু। সারাদেশে সর্বমোট ৩ লাখ ৬৯ হাজার ১৭২ জন পরীক্ষার্থী অংশ নিবেন।  ১ হাজার ৬৭৮টি কলেজে ৬৮৪টি কেন্দ্রে পরীক্ষায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার যাবতীয় প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়ছে।
অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি: জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৪ সালের অনার্স (নিয়মিত ও অনিয়মিত গ্রেডে উন্নয়ন) ৮ মার্চ তৃতীয় বর্ষের অনুষ্ঠিতব্য পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত এই পরীক্ষা আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে । এ পরীক্ষার অন্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।
/আরএআর/জেবি/টিএন/আপ-এআর/