জানুয়ারিতে স্কুল-কলেজ, এপ্রিলে মাদ্রাসা শিক্ষকদের বেতন ইএফটিতে

বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন জানুয়ারিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পাঠানো হচ্ছে। বছরের প্রথম দিন (বুধবার) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা ও অধিদফতরের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর এমপিওর অর্থ, অবসর ও কল্যাণ সুবিধা’ অনলাইনে ইএফটি পদ্ধতিতে পাঠানো কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রাণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

শিক্ষা মন্ত্রাণালয়ের উপ-পরিচালক (অর্থ) মো. আবুল বাসার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সব বিভাগের একটি করে মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের পাইলট হিসেবে জানুয়ারিতে ইএফটিতে বেতন দেবো। আইবাসে ব্যবস্থার মাধ্যমে এসব শিক্ষক কর্মচারীদের তথ্য পাঠানো হয়েছে। ইএফটিতে পুরোপুরি বেতন চালু হবে এপ্রিল মাসে।’