প্রাথমিক শিক্ষকদের প্রথম দিনের কর্মবিরতি পালন

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আজ সোমবার (৫ মে) থেকে এক ঘণ্টার কর্মবিরতির মধ্য দিয়ে আন্দোলন-কর্মসূচি পালন করেছেন।

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, সারা দেশের সরকারি সব প্রাথমিক বিদ্যালয়ে এক ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়েছে। দাবি আদায়ের লক্ষে আমাদের ঘোষিত কর্মসূচি পালন অব্যাহত থাকবে। আমাদের এই কর্মসূচি চলবে ২৬ মে পর্যন্ত।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গঠিত কনসালটেশন কমিটির বেতন গ্রেড নির্ধারণের প্রস্তাবনার পর নতুন করে আন্দোলন কর্মসূছি ঘোষণা করেছেন শিক্ষকরা।

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ জানায়, ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে– ৫ মে থেকে ১৫ মে পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টার কর্মবিরতি। ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত প্রতিদিন ২ ঘণ্টার কর্মবিরতি, ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি এবং ২৫ মে থেকে লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি। তবে এই আন্দোলন কর্মসূচির আওতামুক্ত থাকবে পরীক্ষা কার্যক্রম।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী শিক্ষকদের ১২তম গ্রেডের প্রস্তাবনা মেনে নিতে পারছি না। আমরা চাই ন্যূনতম ১১তম গ্রেডে সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে বেতন নির্ধারণ এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি। পাশাপাশি উন্নীত স্কেল ও উচ্চতর গ্রেডের সমস্যা সমাধান করে ১০ বছর ও ১৬ পূর্তিতে সহকারী শিক্ষকদের প্রথম ও দ্বিতীয় উচ্চতর গ্রেড দেওয়ার বিষয়ে দ্রুত ব্যবস্থা যেন নেয় মন্ত্রণালয়।