কোচিং বাণিজ্য বন্ধসহ ১২ দফা দাবি অভিভাবক ঐক্য ফোরামের

শিক্ষা সংস্কার কমিশন গঠন, শিক্ষাকে জাতীয়করণ এবং কোচিংবাণিজ্য বন্ধের ১২ দফা দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। সোমবার (৫ মে) শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকিলিপি দিয়ে এই দাবি জানায় সংগঠনটি।

অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলুর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার হাতে স্মারকলিপি তুলে দেন।

জবাবদিহিমূলক মনিটরিং কমিটি গঠনের দাবি জানিয়ে স্মারকলিপিতে বলা হয়— শিক্ষা সংস্কার কমিশন গঠন, শিক্ষাকে জাতীয়করণ করা, জবাবদিহিমূলক মনিটরিং কমিটি গঠন, শিক্ষকদের কোচিং বাণিজ্য নিষিদ্ধ করা, ভর্তি নীতিমালা বাস্তবায়ন করতে হবে।

এছাড়া পাঠক্রম নির্ধারণ, আইডিয়াল, ভিকারুননিসা নূন এবং মনিপুর হাইস্কুলের চলমান দুর্নীতি উচ্ছেদে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার অধ্যক্ষ নিযুক্ত করতে হবে।

স্মরকলিপিতে আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ রাজনৈতিক নেতৃত্বমুক্ত রাখতে হবে।

অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি ছাড়াও স্মারকলিপি দেওয়ার সময় চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন— ফোরামের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, সহসভাপতি ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরামের সভাপতি মো. আহসান উল্ল্যা মানিক, ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. সেলিমউদ্দীন।