এসএসসিতে জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। এর মধ্যে ছাত্র ৬৫ হাজার ৪১৬ জন এবং ছাত্রী ৭৩ হাজার ৬১৬ জন।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশ করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির ফল ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। এতে উত্তীর্ণ হয় ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। এ বছর পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ।

এ বছর এসএসসি পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ২৫ হাজার ১৮ জন। এর মধ্যে ছাত্র ৫৮ হাজার ২৩৮ জন এবং ছাত্রী ৬৬ হাজার ৭৮০ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবার দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৬৬ জন। এর মধ্যে ছাত্র ৪ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৪ হাজার ১৭৯ জন।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল)/দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯৪৮ জন। এর মধ্যে ছাত্র ২ হাজার ২৯১ জন এবং ছাত্রী ২ হাজার ৬৫৭ জন।