এসএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে এবার পাসের হারে এগিয়ে আছে রাজশাহী শিক্ষা বোর্ড। আর সবচেয়ে পিছিয়ে পড়েছে বরিশাল শিক্ষা বোর্ড। রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এবার পাস করেছে ৭৭ দশমিক ৬৩ শতাংশ পরীক্ষর্থী। অপরদিকে সবচেয়ে পিছিয়ে পড়া বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৫৬ দশমিক ৩৮।
বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর রাজশাহী বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮২ হাজার ৭৯২ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৩৯ হাজার ৯৮৩ জন। পাসের হার ৭৭ দশমিক ৬৩। এ বোর্ডে ছাত্রদের পাসের হার ৭৩ দশমিক ৬৪ এবং ছাত্রী ৮২ দশমিক শূন্য ১ শতাংশ। যদিও বিগত কয়েক বছরের চেয়ে পাসের হার কম। তারপরও দেশের সবকটি বোর্ডের মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে রাজশাহী।
অপরদিকে বরিশাল শিক্ষা বোর্ডে এবার পরীক্ষায় অংশ নিয়েছে ৮২ হাজার ৯৩১ জন। এর মধ্যে ছাত্র ৩৮ হাজার ৮৫৩ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৭৮ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৪৬ হাজার ৭৫৮ জন, পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ। ছাত্রদের পাসের হার ৪৮ দশমিক ৪৫ এবং ছাত্রীদের পাসের হার ৬৩ দশমিক ৩৮ শতাংশ। ছাত্রদের চেয়ে ছাত্রীরা পাসের হারে এগিয়ে থাকায় পাসের হার কিছুটা বাড়লেও দেশের সবগুলো বের্ডের মধ্যে পাসের হার কম বরিশাল শিক্ষা বোর্ড।
এছাড়া ঢাকা শিক্ষা বোর্ডের পাসের হার ৬৭ দশমিক ৫১, কুমিল্লা বোর্ডের ৬৩ দশমিক ৬০, যশোর বোর্ডের ৭৩ দশমিক ৬৯, চট্টগ্রাম বোর্ডের ৭২ দশমিক ০৭, সিলেট বোর্ডের ৬৮ দশমিক ৫৭, দিনাজপুর বোর্ডের ৬৭ দশমিক ০৩, ময়মনসিংহ বোর্ডের ৫৮ দশমিক ২২, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৬৮ দশমিক ০৯ এবং কারিগরি শিক্ষা বোর্ডের পাসের হার ৭৩ দশমিক ৬৩ শতাংশ।