শতাধিক গানের সুরকার হানিফ সংকেত!

টিভি ব্যক্তিত্ব হানিফ সংকেত। যার মূল পরিচিতি নন্দিত উপস্থাপক হিসেবে। অনেকেই বিবেচনা করেন দেশীয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণের আইডল হিসেবে। আবার তার চিত্রনাট্য-পরিচালনায় বিশেষ নাটকেরও বেশ কদর রয়েছে। একটা সময় তো অডিও ইন্ডাষ্ট্রিতেও দাপট দেখিয়েছেন সামাজিক-রাজনৈতিক ব্যাঙ্গাত্মক কৌতুকের ক্যাসেট বের করে। ক্যারিয়ারের শুরুতে অভিনয়ও করেছেন চলচ্চিত্রে। তবে শুরু থেকে এখনও তিনি শতভাগ ডুবে আছেন ‘ইত্যাদি’র পেছনে এবং সামনে- সমানতালে।

হানিফ সংকেত।তবে এর সবটাই ছাপিয়ে আছে তার পরিকল্পনা-গ্রন্থনা-পরিচালনা-উপস্থাপনায় দর্শকপ্রিয় ‘ইত্যাদি’র দাপটে। আজ শুক্রবার রাত ৮টার সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ‘ইত্যাদি’র নতুন পর্ব। আর এই পর্বে আমের জন্য বিখ্যাত চাঁপাইনবাবগঞ্জকে নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা একটি বিশেষ গান প্রচার হবে শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে। মেহেদীর সংগীতায়োজনে যে গানটির সুর করেছেন হানিফ সংকেত নিজেই!


খবরটি বেশ চমকপ্রদ। কারণ, হানিফ সংকেত যে একজন দক্ষ সুরকারও বটে- সে খবর অনেকেরই অজানা। খবরটি নিশ্চিত করতে কথা হলো এই সুরকারের সঙ্গে। তিনি যে তথ্য দিলেন সেটিও বিস্ময়কর। বাংলা ট্রিবিউনকে বললেন, ‘শুধু এই গানটিই নয়, এ পর্যন্ত আমি শতাধিক গানের সুর করেছি। যে খবর আমার টিম মেম্বাররা ছাড়া তেমন কেউ জানেন না। আমি নিজেই এসব জানাতে চাই না। কারণ, আমি একসঙ্গে অনেক কিছু করলেও- সবকিছুতে নিজেকে ফোকাস করি না।’

এবার আমবাগানে ‘ইত্যাদি’কিন্তু কেন! জবাবে সংকেত বলেন, ‘ভেরি সিম্পল। আমি সব হতে চাই না। সব ক্রেডিট নিতে চাই না। তাই সুরের মতো এমন আরও অনেক বিষয় আছে, যেখান থেকে আমি বাহবাহ কুড়াতে আগ্রহী নই। অনুষ্ঠানের স্বার্থেই কাজটা করি। কারণ, আমার মূল ফোকাস অনুষ্ঠানের কনটেন্ট এবং উপস্থাপনা। যেমন এবারও আমার সুরের বিষয়টি প্রকাশের ইচ্ছে ছিলো না। কিন্তু কোন ফাঁকে আমার সহযোগী গাজী কিবরিয়া মিঠু সুরের বিষয়টি মিডিয়াতে প্রকাশ করে ফেলেছে- টেরই পাইনি।’  


এদিকে আজকের (শুক্রবার) ইত্যাদি’র আয়োজন প্রসঙ্গে নির্মাতা হানিফ সংকেত বলেন, ‘‘চাঁপাইনবাবগঞ্জ জেলার হর্টিকালচার সেন্টারের অভ্যন্তরের আমবাগানে এবার শ্যুটিং করেছি। এই বাগানেই আমাদের ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। শুধু তাই নয়- আমাদের অনেক আন্দোলন, সংগ্রামের সিদ্ধান্তও হয়েছে আমতলাতে। তাছাড়া এখন চলছে আমের মৌসুম। সবকিছুই এবার পাওয়া যাবে নতুন ‘ইত্যাদি’তে।’’

‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। পুরো অনুষ্ঠান স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড।

এবার আমবাগানে ‘ইত্যাদি’!/এমএম/