ভাস্কর নভেরাকে নিয়ে মঞ্চনাটক

ভাস্কর নভেরা আহমেদের জীবন ও সৃষ্টিকর্ম এবার মঞ্চের চৌকাঠে আসছে। তাকে নিয়ে তৈরি করা হয়েছে নাটক ‘নভেরা’।নভেরা নাটকের দৃশ্যে দোলা
এর নির্দেশনা দিয়েছেন সাজ্জাদ রাজীব। এতে নভেরা চরিত্র একক অভিনয়ে ফুটিয়ে তুলবেন নাট্যশিল্পী সামিউন জাহান দোলা।
জানা যায়, নাটকটির প্রেক্ষাপট ১৯৪৫ সাল থেকে নভেরার মৃত্যুর আগ পর্যন্ত।
হাসনাত আবদুল হাইয়ের লেখা ‘নভেরা’ এবং বেঙ্গল প্রকাশনীর ‘নভেরা আহমেদ’সহ বিভিন্ন সংবাদপত্রের প্রকাশিত বেশ কিছু লেখার মাধ্যমে এর পাণ্ডুলিপি তৈরি করেছেন দোলা নিজেই।
চলতি মাসেই এটি মঞ্চে আসবে। মঙ্গলবার সন্ধ্যায় এর কারিগরি মঞ্চায়ন হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।
উল্লেখ্য, বেশ কয়েক দশক ধরেই অন্তরালে ছিলেন ভাস্করের বরেণ্য শিল্পী নভেরা আহমেদ। ২০১৫ সালের মে মাসে তিনি চিরবিদায় নেন।
/এম/