X
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
২৭ মাঘ ১৪৩১

পরীর মনে প্রেমানুভব!

বিনোদন রিপোর্ট
০৫ মে ২০২৪, ১৭:০৮আপডেট : ০৫ মে ২০২৪, ১৮:৫৮

নানা ধকল সামলে জীবনে থিতু হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। নায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র পুত্র রাজ্যকে নিয়েই সাজাচ্ছেন আগামী। পাশাপাশি ফিরেছেন কাজে। এরইমধ্যে ঢাকা-কলকাতা মিলিয়ে বেশ কিছু নতুন কাজ করে ফেলেছেন তিনি।

সেই ব্যস্ততার মধ্যেই কি নতুন প্রেমের প্রজাপতি উড়ছে পরীর মনের বাগানে? তার সোশ্যাল হ্যান্ডেলে কিছুটা সেরকম আঁচ মিলছে। প্রেমময় গানের কথা পোস্ট দিয়ে যেন কাঙ্ক্ষিত কাউকেই বার্তা দিচ্ছেন!

শনিবার (৪ মে) একটি ছবি পোস্ট করেন পরী। যেটাতে বাগানবিলাস ফুলের স্নিগ্ধতা উপভোগ করছেন তিনি। ক্যাপশনে জুড়েছেন নচিকেতার বিখ্যাত গান ‘তুমি আসবে বলেই’র চরণ। আর শেষে দিয়েছেন হার্ট ইমোজি।

পরীমণি ঠিক একই আঙ্গিকে আরও একটি পোস্ট দিলেন নায়িকা। রবিবার (৫ মে) দেওয়া সেই পোস্টে পরীকে পাওয়া গেলো শাড়িতে। কপালে ছোট লাল টিপ আর মাথায় বেলী ফুল; হাত দিয়ে মুখের একাংশ ঢেকে রেখে লাজুক ভঙ্গিমায় তুলেছেন ছবিটি।

এর ক্যাপশনে যুক্ত করেছেন কারি আমির উদ্দিনের লেখা একটি লোকজ গানের চরণ। সেটা এরকম, ‘সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া/ ভালোবাসি, তবে কেন যাও না শান্ত করিয়া/ তোমারে দেখিয়া একবার, জল ঢেলে দেই বেদনায়/ তোমারে দেখিবার মনে চায়…/’

পরীর পোস্ট দুটি পরপর রোমান্টিক পোস্ট দিয়ে পরী কি তবে প্রেমের ইঙ্গিত দিচ্ছেন? সেই উত্তর অবশ্য মেলেনি। তবে কিছু দিন আগেই এক সাক্ষাৎকারে নায়িকা সাফ জানিয়েছেন, তিনি আর প্রেমে বিশ্বাস করেন না। তার যত ভাবনা এখন পুত্রকে ঘিরেই। পরীর বলেছেন, ‘প্রেমে আর বিশ্বাস নেই। জীবন থেকে উড়ে গেছে। আমার ছেলেই আমার জীবনের একমাত্র প্রেম। ওর হাসি, কান্না সবকিছুতেই ভালোবাসা আছে। ওর আর আমার মাঝে কোনও সংশয় নেই। ও শুধু আমার।’

প্রসঙ্গত, পরীমণিকে সর্বশেষ দেখা গেছে ‘বুকিং’ নামের একটি শর্টফিল্মে। যেটা মুক্তি পেয়েছিল গত ভালোবাসা দিবসে। এতে তার সঙ্গে আছেন এবিএম সুমন।

সম্প্রতি পরী টলিউডে কাজ সেরে এসেছেন। ‘ফেলু বক্সী’ নামের ছবিটি নির্মাণ করছেন দেবরাজ সিনহা। এতে পরীমণির সঙ্গে আছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। ‘ফেলু বক্সী’ সিনেমায় পরীমণির লুক

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
‘গোলাপ’ নিয়ে সুবাস ছড়াবেন নিরব-পরী
‘গোলাপ’ নিয়ে সুবাস ছড়াবেন নিরব-পরী
‘ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি কইরেন না’
‘ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি কইরেন না’
আপনাদের পেরেশানি দেখে দুঃখ ঘুচে গেছে: পরী
আপনাদের পেরেশানি দেখে দুঃখ ঘুচে গেছে: পরী
জামিন পেয়ে পরীমণি বললেন, ‘মিথ্যা মামলা’
জামিন পেয়ে পরীমণি বললেন, ‘মিথ্যা মামলা’
বিনোদন বিভাগের সর্বশেষ
বিয়ে নিয়ে আমার কিছুই বলার নেই: মিথিলা
বিয়ে নিয়ে আমার কিছুই বলার নেই: মিথিলা
ভাঙছে সাইফ-কারিনার সংসার?
ভাঙছে সাইফ-কারিনার সংসার?
ভালোবাসা দিবসে কষ্টের কথা শোনাবেন আসিফ  
ভালোবাসা দিবসে কষ্টের কথা শোনাবেন আসিফ  
শাফিন আহমেদ স্মরণে কনসার্ট
শাফিন আহমেদ স্মরণে কনসার্ট
ব্র্যাড-জোলির সন্তানরা কেন সিনেমায় আসতে আগ্রহী নন?    
ব্র্যাড-জোলির সন্তানরা কেন সিনেমায় আসতে আগ্রহী নন?