স্মৃতি ও সুরে ১৯৭১'-এ অবসকিওর

মহান একাত্তর আর মুক্তিযোদ্ধা। তাদের ঘিরে রয়েছে নানা রোমহর্ষক গল্প। একাত্তরের সে দিনগুলোতে তাদের অতিমানবীয় লড়াইয়ের প্রতিটি মুর্হূতে রয়েছে বিজয়-বেদনার নানা ঘটনা।
তাদের কথা শোনাতেই এবার বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে একাত্তরের গল্প আর সঙ্গে থাকছে গান। অনুষ্ঠানের নাম ‘স্মৃতি ও সুরে ১৯৭১'।
এতে গল্প শোনাবেন একাত্তরের লড়াকুরা। আর গান গাইবে ব্যান্ড অবসকিওর। এ আয়োজনটি করেছে ‘টিম গেরিলা একাত্তর’ নামের একটি সংগঠন। আয়োজনটি করা হয়েছে আজ শুক্রবার বিশ্বসাহিত্যকেন্দ্র মিলনায়তনে। অনুষ্ঠান শুরু হবে বিকাল ৫টায়। চলবে রাত ৯টা নাগাদ।
আয়োজকরা জানান,  ‘স্মৃতি ও সুরে ১৯৭১'-এ অংশ নিতে এর শুভেচ্ছা কার্ড সংগ্রহ করতে হবে। ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেটের পাশে বই বিপনী কেন্দ্র 'বুকওয়ার্ম’ থেকে এটা সংগ্রহ করা যাবে।
ছাত্র-ছাত্রীরা শিক্ষাপ্রতিষ্ঠানের কার্ড দেখালে টিকিট মূল্যে ছাড় থাকবে। তাদের জন্য ৩০০ টাকা ও সাধারণের জন্য ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
/এম/এমএম/