১৯ বছর পর ইন্দ্রাণী হালদার

ইন্দ্রাণী হালদার।কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। প্রায় তিন দশকের অভিনয় ক্যারিয়ার। সে হিসেবে ঢাকায় তার কাজের সংখ্যা প্রায় শূন্যের কোঠায়। অথচ তার সমসাময়িক থেকে শুরু করে এখনকার অভিনেতা-অভিনেত্রীরাও নিয়মিত অভিনয় করছেন ঢাকার নাটক-সিনেমা-বিজ্ঞাপনে।
সূত্র বলছে, প্রায় ১৯ বছর আগে অভিনেতা আহমেদ শরীফের টেলিছবি ‘ক্ষণিক বসন্ত’তে অভিনয় করেছিলেন ইন্দ্রাণী। এরপর এই দেশের আর কিছুতেই পাওয়া যায়নি তাকে।
 লম্বা বিরতি শেষে আবারও বাংলাদেশের কোনও কাজে অংশ নিলেন তিনি। মডেল হলেন একটি পণ্যের বিজ্ঞাপনচিত্রে। এটি নির্মাণ করেছেন বাপী সাহা। গেল ১৫ জুন কলকাতার নতুন আলীপুরে বিজ্ঞাপনচিত্রটির শুটিং হয় বলে জানিয়েছেন পরিচালক।
বাপী সাহা বলেন, ‘ইন্দ্রাণী দিদিকে বিজ্ঞাপনের প্রস্তাবটা দিয়েছি ভয়ে ভয়ে। কিন্তু প্রস্তাব দিতেই তিনি সানন্দে রাজি হলেন। শুটিংয়ের সময় তিনি বাংলাদেশ অনেক কথা শেয়ার করেছেন আমার সঙ্গে। বাংলাদেশে কাজ করার ইচ্ছাও পোষণ করেন।’
নির্মাতা জানান, সরিষার তেলের এই বিজ্ঞাপনচিত্রটি ঈদ উপলক্ষে বানানো হচ্ছে। শুটিং শেষে চলছে সম্পাদনার কাজ। যা শিগগিরই দেশের প্রায় সবগুলো টিভি চ্যানেলে সম্প্রচার শুরু হবে।
/এস/এমএম/