ফিরে গেলেন মোনালিসা

মোনালিসা।টানা তিন বছর পর গেল ২ এপ্রিল খুব নীরবে দেশে ফেরেন আমেরিকা প্রবাসী মডেল-অভিনেত্রী মোনালিসা। তার ভাষায় এটা ছিল তার ‘সারপ্রাইজ ভিজিট’। যদিও এই এই সফরে তেমন কোনও সারপ্রাইজ খুঁজে পাওয়া যায়নি, গড়পড়তা কয়েকটি ঈদের নাটকে অভিনয় করা ছাড়া।
অনেকেই ধারণা করেছিলেন, আমেরিকা প্রবাসীকে বিয়ে-বিচ্ছেদ এবং সেখানকার সবুজ পাসপোর্টের জটিলতা কাটিয়ে মোনালিসা ফের ঢাকায় থিতু হবেন। গেল দুই মাসে তার নাটক ব্যস্ততা অন্তত সেটারই ইঙ্গিত দিয়েছে।
না, তা আর হলো না। আবারও খুব নীরবে সোমবার (১১ জুলাই) সকাল ১০টার একটি ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন মোনালিসা।
উড়োজাহাজে উঠার আগে মোনালিসা জানান, ‘ফিরে যাচ্ছি আমেরিকা। তবে এবার যাবার সময় সত্যিই মনটা অনেক খারাপ হয়েছে। যে কদিন দেশে ছিলাম খুব ব্যস্ততায় কেটেছে।’
আরও বলেন, ‘সহকর্মী অনেকের ভালোবাসা এবং সহযোগিতায় মুগ্ধ হয়েছি। আবার হয়তো দ্রুত চলে আসবো। আবার সারপ্রাইজ দেবো সবাইকে। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন।’
প্রসঙ্গত, মোনালিসা দেশে ফিরে গেল ঈদের বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘ভালোবাসা ভালোবাসি’, ‌‘নীল ছকে আঁকা প্রেম আর কিছু অনুভূতি’, ‘অ্যাভারেজ আসলাম’, ‘কিড সোলায়মান’, ‘চুপিচুপি’, ‘আন্তর্জাতিক মামা’ প্রভৃতি।
/এস/এমএম/