'ওয়ার্ল্ড সিনেমা ফান্ড' পাচ্ছে কামারের ‘শঙ্খধ্বনি’

কামার আহমাদ সাইমন।বিশ্বের অন্যতম উৎসব ‌'বার্লিন চলচ্চিত্র উৎসব'-এ পুরস্কৃত হচ্ছেন পরিচালক কামার আহমাদ সাইমন। তার নতুন চলচ্চিত্র ‌‘শঙ্খধ্বনি’ ‘ওয়ার্ল্ড সিনেমা ফান্ড’-এর জন্য নির্বাচিত হয়েছে।

প্রতিযোগিতামূলক এ আয়োজনের ইউরোপ প্রোগ্রাম শাখায় পুরস্কৃত হচ্ছে ছবিটি। পুরস্কারস্বরূপ ছবিটি নির্মাণের জন্য অর্থ ব্যয় করবে ‘ওয়ার্ল্ড সিনেমা ফান্ড’। ‘বার্লিন চলচ্চিত্র উৎসব’-এর ওয়েবাসাইটে বিষয়টি প্রকাশ করা হয়েছে।

এদিকে, পুরস্কারের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক ও চিত্রনাট্যকার কামার আহমাদ সাইমন। ছবিটি প্রযোজনা করেছেন সারা আফরীন।

‘ওয়ার্ল্ড সিনেমা ফান্ড’ নির্মাতা ও সিনেমাপ্রেমীদের জন্য অত্যন্ত কাঙ্ক্ষিত একটি আসর। প্রতিযোগিতামূলক এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতারা অংশ নিয়ে থাকেন। আয়োজকরা প্রতিভাবান নির্মাতাদের ছবি প্রযোজনা করে থাকেন।

অস্কার মনোনীত ও ২০০৬ সালের গোল্ডেন গ্লোবজয়ী ছবি ‘প্যারাডাইস নাউ’ এবং ২০১০ সালে কানের গোল্ডেন পামজয়ী ‘আঙ্কেল ভুন্মি’র মতো ছবি এ আয়োজনে এর আগে সম্মানিত হয়েছে।

এদিকে, কামার ও সারার ছবি ‘শঙ্খধ্বনি’ ২০১৪ সালে কানের লা ফেব্রিকে সিনেমা ডি মন্ড-এর সেরা দশটি চিত্রনাট্যর একটি নির্বাচিত হয়েছিল। এছাড়া ছবিটির চিত্রনাট্য বিশ্বের বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে।

/এম/এমএম/