কলকাতায় পূজার ‘ওয়াটারনেস’

পূজা সেনগুপ্ত।বাংলাদেশের প্রথম ড্যান্স থিয়েটার ‘ওয়াটারনেস’-এর মাত্র চারটি প্রদর্শনী হয়েছে। আর এতেই বেশ প্রশংসিত হয়েছে এটি। এবার ৮ অগাস্ট বিশ্বকবি
রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম প্রয়াণ দিবসে এটি মঞ্চায়ণ হতে যাচ্ছে কলকাতায়। শহরের আইসিসিআর-এর সত্যজিৎ রায় মিলনায়তনে হবে প্রদর্শনীটি। এর আয়োজক তুরঙ্গমী।
এতে সহ আয়োজক হিসেবে সম্পৃক্ত হয়েছে কলকাতার শ্রী অরবিন্দ ইন্সটিটিউট অব কালচার এবং আইসিসিআর।
‘ওয়াটারনেস’এর পাণ্ডুলিপি লিখেছেন ধীমান ভট্টাচার্য। মূল ভাবনা, নকশা, নৃত্য পরিচালনা ও নির্দেশনায় পূজা সেনগুপ্ত।
পূজা বললেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের ছায়া অবলম্বনে এই প্রযোজনাটির মূল অনুপ্রেরণা কাদম্বরী দেবী। জল ও নারীর সম্পর্ক নিয়ে গবেষণাধর্মী এই প্রযোজনাটি বাংলা ও ইংরেজি ভাষায় তৈরি করেছি। ব্যাপ্তি ৪৫ মিনিট।’
এতে নৃত্য ও অভিনয়ে আছেন পূজা সেনগুপ্ত, আতিক রহমান, আবু নাঈম, রিদিতা, ইয়াসনা, দাউদ, লিজা, তৃণা প্রমুখ।
প্রযোজনাটির পঞ্চম প্রদর্শনীর পৃষ্ঠপোষক বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
/এম/এমএম/