লোকার্নো ওপেন ডোরস সেরা কামার

সনদ হাতে সারা আফরীন ও কামার আহমদ সাইমনআগস্ট থেকে শুরু হয়েছে ইউরোপের অন্যতম আসর ‘লোকার্নো চলচ্চিত্র উৎসব’।
আর এর ওপেন ডোরস কার্যক্রমের সবচেয়ে বড় পুরস্কারটি জিতেছে বাংলাদেশের নির্মাতা কামার আহমাদ সাইমনের চলচ্চিত্র ‘ডে আফটার টুমোরো’। ওপেন ডোরস গ্র্যান্ট হিসেবে প্রকল্পটি জিতলেন কামার।
ছবিটির অন্যতম প্রযোজক সারা আফরীন ও পরিচালক কামারের হাতে গতকাল পুরস্কারটি তুলে দেওয়া হয়েছে।
এবারের ওপেন ডোরস কার্যক্রমে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার দেশগুলোর ছবি অংশ নিয়েছে।
‘ওপেন ডোরস হাব'-এ এবারের তালিকায় ছিল বাংলাদেশের দুই নির্মাতা।
‘ডে আফটার টুমরো’র জন্য নির্মাতা কামার আহমাদ সাইমন ও ‘সিনেমা, সিটি অ্যান্ড ক্যাটস’-এর জন্য ইশতিয়াক জিকো ছিলেন এ তালিকায়।
মূলত সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি) সহায়তায় ওপেন ডোরস কার্যক্রম পরিচালনা করে সুইজারল্যান্ডের লোকার্নো চলচ্চিত্র উৎসব। এতে সহযোগী হিসেবে যুক্ত আছে একাধিক ইউরোপ ও এশীয় প্রতিষ্ঠান।বিচারক ও অন্য প্রতিযোগীদের সঙ্গে কামার ও সারা

/এম/