‘গহর বাদশা ও বানেছা পরী’র ১৬তম মঞ্চায়ন

নাগরিক নাট্যাঙ্গন এর ২০তম প্রযোজনা ‘গহর বাদশা ও বানেছা পরী’ আগামী শনিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টায় সেগুন বাগিচার বাংলাদেশ জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে। হৃদি হকের নির্দেশনা, নাট্যরূপ ও অভিনয়ে নাটকটির ১৬তম মঞ্চায়ন এটি।

দক্ষিণাঞ্চলের এই লোকগাথা বিশ্বিং বাদশার চক্রান্তে গিলামাইট বনে গহর বাদশার দুর্দশা ও বানেছা পরীর সঙ্গে তার প্রেমের আখ্যান নিয়ে এগিয়েছে নাটকটির গল্প।
প্রায় ৫০ জনের একটি দল এ নাটকে কাজ করছেন। নাটকটির কোরিওগ্রাফি করেছেন নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব। সংগীত পরিচালনা করছেন কামরুজ্জামান রনি। সেট পরিকল্পনায় রয়েছেন সাজু খাদেম এবং আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর ২০১৫ জাতীয় নাট্যশালায় নাগরিক নাট্যাঙ্গন এর ২০তম প্রযোজনা হিসেবে ‘গহর বাদশা ও বানেছা পরী’র উদ্বোধনী মঞ্চায়ন হয়।
/এমএম/